রাশেদের জবানবন্দির পরই আর্টিজান মামলার চার্জশিট
নাটোরের সিংড়ায় গ্রেপ্তার নব্য জেএমবি নেতা রাশেদ ওরফে র্যাশ ওরফে আবু জাররার জবানবন্দির পর গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার চার্জশিট দেয়া হবে।
শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, রাশেদের জবানবন্দির পরই গুলশান হামলার চার্জশিট দেয়া হবে।
গতকাল শুক্রবার ভোরে নাটোরের সিংড়া থেকে রাশদকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী, যিনি গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ‘অন্যতম পরিকল্পনা ও সমন্বয়কারী’ ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন