টি-ব্যাগের যে জিনিস ক্ষতিকর
সকাল বেলা চায়ের কাপে প্রথম শান্তির চুমুক। তারপরই শুরু হয় দিন। কিন্তু এই চা থেকেই অজান্তে শরীরে ছড়িয়ে পড়ছিল বিষ। গবেষণায় এই বিষয়টি উঠে এসেছে।
গ্রীন টি হোক বা আদা চা, সাধারণ লিকার চা বা মশলা চায়ে সব টি ব্যাগেই থাকে স্টেপল পিন। যত সমস্যা লুকিয়ে ওই পিনেই।
চায়ের ব্যাগে পিনের ব্যবহার নিয়ে অনেক আগে থেকেই অভিযোগ উঠেছে। এক গবেষণায় দেখা গেছে, গরম পানিতে চায়ের ব্যাগটি ডুবিয়ে চা বানানোর সময় ধাতব পিনের অংশের বিক্রিয়া চা বিষাক্ত হয়ে ওঠে যা শরীরের ক্ষতি করে।
এছাড়া পিনটি খুলে চায়ে মিশে গেলেও বড়সড় বিপদের সম্ভাবনা তৈরি হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন