শ্যুটিং সেটে ঘুমিয়ে পড়লেন বলিউড শাহেনশাহ

ছবির নাম ‘১০২ নট আউট’। এতে ১০২ বছরের বৃদ্ধার চরিত্রে অভিনয় করছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি সেই ছবির শ্যুটিংয়ে ঘুমের দৃশ্য করতে গিয়ে সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েন অমিতাভ। প্রমাণস্বরূপ একটি ছবি অমিতাভ নিজ ব্লগে শেয়ার করেছেন।

ব্লগে অমিতাভ লিখেছেন, চিত্রনাট্যে ঘুমের বিষয়টি থাকা একজন অভিনয়শিল্পীর জন্য বোনাস। বেঁচে থাকার জন্য আমরা যেমন বাতাসে নিশ্বাস নেই, আমার কাছে ঘুম তেমনটাই গুরুত্বপূর্ণ। শ্যুটিংয়ে এমন ব্যাপার থাকলে তো আরও ভালো- কম ঘুমের বিষয়টি পুষিয়ে নেয়া যায়। খুব কমই এরকম করি। কিন্তু ভালোই লাগে।

‘১০২ নট আউট’ ছবিতে অমিতাভের ছেলের চরিত্রে অভিনয় করছেন ঋষি কাপুর। বাবা-ছেলের সম্পর্কের খুনসুটিই প্রাধান্য পাবে রোমান্টিক-কমেডি ঘরানার এই ছবিতে। সূত্র : বলিউড লাইফ