সাংবাদিকদের জন্য বেতন কাঠামোর দরকার নেই : অর্থমন্ত্রী
বাস্তবতা যাই হোক, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গণমাধ্যম কর্মীদের জন্য বেতন কাঠামোর দরকার নেই, কারণ তারা সরকারি চাকরিজীবীদের চেয়ে বেশী বেতন পান।
মঙ্গলবার সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।
সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব নেতারা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দুপুর দেড়টার দিকে অর্থ মন্ত্রণালয়ে আসার পর আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক হয়। তবে ওই বৈঠকে সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকের ছবি নিতে না দিলেও অপেক্ষা করেন সাংবাদিকরা।
আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে নোয়াব নেতারা কথা না বললেও কথা বলেন অর্থমন্ত্রী। সংবাদপত্রর কর্মীদের নিয়মমাফিক বেতন বাড়ানোর ব্যবস্থাপনা নবম ওয়েজ বোর্ডের দাবি অপ্রয়োজনীয় বলে মনে করেন তিনি। গণমাধ্যমে কোনো পেনশন নেই, টেলিভিশনে ওয়েজবোর্ড নেই আর বেশিরভাগ পত্রিকা ওয়েজ বোর্ড অনুযায়ী বেতনও দেয় না এসব বিষয়ে পাল্টা প্রশ্ন ছোড়েন অর্থমন্ত্রী।
বৈঠকের বিষয়ে ব্যাখা দেন তথ্যমন্ত্রী। অর্থমন্ত্রী জানান, নবম ওয়েজ বোর্ডের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এজন্য সাংবাদিকদের কাছে আরো তথ্য চেয়েছেন অর্থমন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন