আসছে গুগলের নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ ‘ও’
চলতি মাসের ২১ আগস্ট (সোমবার) গুগলের জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ‘ও’ বাজারে আসছে। সম্প্রতি সংস্করণটির ডেভেলপার সংস্করণ উন্মোচন করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।
শুরুতে গুগলের পিক্সেল সিরিজের স্মার্টফোনে এ সফটওয়্যারটির আপডেট দেয়া হবে।
জানা গেছে, অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের সঙ্গে পিক্সেল ২ স্মার্টফোন উন্মোচন করার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েড ৮.০ অপারেটিং সিস্টেমে নতুন পিকচার-ইন-পিকচার মোড পরিচয় করাবে গুগল। এতে নতুন নোটিফিকেশন ডট দেখা যাবে। অপারেটিং সিস্টেমটির সঙ্গে যোগ করা হবে উন্নত ব্লুটুথ অডিও প্লেব্যাক ফিচার।
বিশ্ববাজারে সম্প্রতি প্রিমিয়াম স্মার্টফোন গ্যালাক্সি এস৮, এস৮ প্লাস এবং এইচটিসি ইউ১১ উন্মোচন করা হয়েছে। চলতি বছরের শেষ দিকে এসব ডিভাইসে অ্যান্ড্রয়েড ‘ও’ সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে সরবরাহ করা হতে পারে। গত বছর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নুগাট সংস্করণ উন্মোচন করেছিল গুগল। বর্তমানে ১৩ দশমিক ৫ শতাংশ সক্রিয় ডিভাইসে চলছে অপারেটিং সিস্টেমটির দুই সংস্করণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন