জাহাজের সঙ্গে সংঘর্ষের পর মার্কিন রণতরীর ১০ সেনা নিখোঁজ

সিঙ্গাপুর উপকূলে মার্কিন রণতরী এবং একটি তেলের ট্যাংকারের মধ্যে সংঘর্ষের পর রণতরীর ১০ সেনা নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ সেনা। মার্কিন নৌবাহিনীর তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

ইউএসএস জন ম্যাককেইন সিঙ্গাপুরের পূর্বাঞ্চলীয় উপকূলের বন্দরে নোঙ্গর ফেলার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার আগেই এটি লাইবেরিয়ান পতাকাবাহী একটি তেলের ট্যাংকারের সঙ্গে ধাক্কা খায়।

স্থানীয় সময় বিকাল ৫টা ২৪ মিনিটে মার্কিন রণতরী এবং তেলের ট্যাংকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিখোঁজ সেনাদের খোঁজে উপকূলের বিস্তীর্ন এলাকাজুড়ে তল্লাশি এবং উদ্ধার অভিযান চালানো হচ্ছে। চলতি মাসেই আরো একটি রণতরী এ ধরনের দুর্ঘটনা কবলিত হয়েছিল।

মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার, সিঙ্গাপুর নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে তল্লাশি এবং উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।