শাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার ঈদের পর

শাকিবের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবার আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা দুদিন ধরে। কিন্তু বুধবার গেল, বৃহস্পতিবার গেল— ঘোষণা এলো না। অপেক্ষা করতে হবে ঈদের পর পর্যন্ত।

বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শাকিব খান বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে আসার কথা ছিল। তার জন্য অপেক্ষা করেছিলেন চলচ্চিত্র পরিবারের ১৮টি সংগঠনের নেতারা। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আসেননি।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি মনতাজুর রহমান আকবর বলেন, ‘আজকে শাকিব আসার কথা ছিল। কিন্তু সে তার কাছের প্রযোজক আরশাদ আদনানের মাধ্যমে জানিয়েছে বাসায় একটু সমস্যা হয়েছে। তাই আসতে পারবে না।’

বর্ষীয়ান এ নির্মাতা জানালেন, শাকিব খানের সাথে চলচ্চিত্র পরিবারের আনুষ্ঠানিক ‘মিলন’ হবে ৭ সেপ্টেম্বর।

তিনি বলেন, ‘চলচ্চিত্র পরিবারের কাছে শাকিব খান ক্ষমা চাইতে হবে তা কিন্তু না। ওর কথাটা মূলত ফারুক ভাইকে উদ্দেশ্য করে ছিল। ফারুক ভাইয়ের কাছে সে ক্ষমা চেয়েছে। এরপর আমাদের কোনো কিছু বলার থাকতে পারে না। এখন একটা সৌজন্য সাক্ষাতে সে চলচ্চিত্র পরিবারের মিটিংয়ে আসলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যায়।’

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘শাকিব খান আমাদের কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই, যেহেতু ফারুক ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছে অলরেডি। আর আরেকটা বিষয় দিনশেষে আমরা চলচ্চিত্রের মানুষ— শান্তিতে কাজ করতে চাই, শান্তিতে ঘরে ফিরতে চাই।’
মিশা বললেন, ‘শাকিবকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল চলচ্চিত্র পরিবারের ১৮টি সংগঠন। তাই তার সাথে সৌজন্য সাক্ষাতের আয়োজন। তাদের সামনে কথা বললে আনুষ্ঠানিকভাবে সবকিছুর ঘোষণা দেওয়া সহজ হয়।’

মিশা আরও বলেন, ‘বুধবারই সব কিছু ঠিকঠাক হয়ে যেত। শাকিব বিকেল সাড়ে চারটায় এফডিসি আসার কথা ছিল। কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার মারা যাওয়ায় ফারুক ভাইয়ের পরামর্শে আমরাই তাকে আসতে নিষেধ করি। কারণ আবদুল জব্বারের মত মানুষের মৃত্যু দিনে শাকিবের সাথে মিলনের ছবি, খাওয়া-দাওয়ার ছবি ফেসবুকে বা সংবাদমাধ্যমে আসলে বিষয়টি দৃষ্টিকটু লাগত।’
এদিকে শাকিব খান বলছেন, “আমি তো ফারুক ভাইকে নিয়ে কিছু বলিনি। যাকে মিয়া ভাই বলে ডাকি, তাকে ‘সাহেব’ বলে গালি দিতে যাব? তারপরও কিছু মানুষ জোর করে বিষয়টি প্রতিষ্ঠিত করতে চাইছে। এটা দুঃখজনক।”

ফারুকের বাসায় গিয়ে দুঃখপ্রকাশের বিষয়ে বলেন, ‘আমি ফারুক ভাইকে অসম্মান করে কিছু বলেনি। তারপরও তিনি যাতে ভুল বুঝে যাতে কষ্ট না পান এর জন্য বাসায় গিয়েছি। দুঃখ প্রকাশ করেছি। এরপরও কেউ কেউ বলছেন এফডিসিতে গিয়ে নাকি ক্ষমা চাইতে হবে। এও কি সম্ভব?’

শাকিব আরও বলেন, ‘একদিন আমি বা আমরা কেউ থাকবে না, কিন্তু ইন্ডাস্ট্রি থাকবে। মান অভিমান রেখে কাজ করার সময়। ক্ষমতা চিরস্থায়ী না। এমন কিছু করা উচিত না। যার জন্য নিজেদেরকে লজ্জিত হতে হয়। এটা তো আর রাজনীতির মাঠ না। কয়দিন পর পরই মামলা, হামলা আর আন্দোলন চলতেই থাকবে।’

গত ২৩ জুন নায়ক ফারুককে উদ্দেশ্য করে শাকিবের করা এক মন্তব্যের জেরে তাকে বয়কটের আহ্বান করে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। যেটি চলচ্চিত্র সংশ্লিষ্ট আঠারোটি সংগঠনের সমন্বয়ে গঠিত। এ নিয়ে দুই ভাগ হয়ে যায় চলচ্চিত্রাঙ্গন। অবশ্য এর আগেও বেফাঁস মন্তব্য করে বয়কটের শিকার হন শাকিব। পরে দুঃখ প্রকাশ করেন।