রাজধানীতে রাতভর ৯৩ মিলিমিটার বৃষ্টি
রাজধানী ঢাকায় রাতভর তথা ১১ ঘণ্টায় ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কিন্তু পরবর্তী ১১ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত আবহাওয়াবিদ বজলুর রশীদ শুক্রবার সকালে জাগো নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় মোট ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সাতসকালে কর্মজীবী হাজার হাজার মানুষ স্ব-স্ব গন্তব্যস্থলে রওনা হয়ে বিপাকে পড়েন।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন