সত্যিই ভিনগ্রহী দেখেছিলেন ব্রিটেনের সাবেক এ পুলিশকর্মী?
৩৭ বছর পরও একই সুর ব্রিটেনের সাবেক পুলিশকর্মী অ্যালেন গডফ্রে (৭০) এর কণ্ঠে। সম্প্রতি তিনি ফের দাবি করেছেন, ভিনগ্রহীরা তাকে অপহরণ করেছিল।
ভিনগ্রহী কাণ্ডে ১৯৮০ এর দশকে অ্যালেন গডফ্রে তারকাখ্যাতি পেয়ে যান। কিন্তু এসব আজগুবি বক্তব্য দেয়ায় চাকরিও হারাতে হয় অ্যালেন গডফ্রেকে।
সম্প্রতি এ নিয়ে তিনি বইও লিখেছেন। বইয়ের নাম ‘হু অর হোয়াট অয়্যার দে’ (তারা কে বা কী ছিল)। এতে অ্যালেন গডফ্রে লিখেছেন, ‘১৯৮০ সালের ২৮ নভেম্বর ভিনগ্রহীরা তাকে নিশ্চুপ করে আটক করতে চেয়েছিল। গোপন এ শক্তি ভয় দেখিয়ে একজন সাহসী পুলিশ অফিসারের ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছিল। ‘ সূত্র : ব্রিটেনের মেট্রো
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন