সেতু থেকে একসঙ্গে লাফ দিলেন ২৪৫ জন! (ভিডিও)

সম্প্রতি একসঙ্গে ২৪৫ জন নারী-পুরুষ একটি সেতু থেকে লাফ দিয়েছেন। গিনেস রেকর্ড’এর তালিকায় জায়গা পেতে ব্রাজিলের সাও পাওলো শহরের কাছে হর্টোল্যান্ডিয়ার একটি সেতু থেকে লাফ দেন তারা।

খবর- এনডিটিভি’র।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আরও জানায়, সাজ সরজ্ঞাম নিয়ে প্রায় আড়াইশ’ নারী-পুরুষ সাও পাওলো থেকে এক ঘণ্টার পথ পারি দিয়ে হর্টোল্যান্ডিয়ায় পৌঁছান। এরপর ৩০ মিটার উঁচু সেতু থেকে একই সময়ে সবাই নিচে লাফ দেন।

একসঙ্গে এতো মানুষ লাফ দিলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রোপ জাম্প দেওয়ায় কাউকেই সেতুর নিচে থাকা নদীর পানি খেতে হয়নি। তবে ঘড়ির পেন্ডুলামের মতো তাদের ঝুলে থাকতে হয়েছে বেশ কিছুক্ষণ!

এই উদ্যোগের খবর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে ২৪৫ জন নারী-পুরুষ রোপ জাম্প দেয়ায় আগের রেকর্ড তারা ভেঙ্গেছেন বলেই এনটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে ২০১৬ সালের এপ্রিলে একই স্থান থেকে লাফ দেন ১৪৯ জন। রোপ জাম্পিং অবশ্য সহজ কোনো বিষয় নয়।

পায়ে নাইলনের রশি বেঁধে উঁচু স্থান থেকে লাফ দিতে হয়।