শেষের ঝড়ে খুলনার সংগ্রহ ১৭০

১৫ ওভারে খুলনার সংগ্রহ ছিল ১০১ রান। তখন অনেকেই ধরে নেন মামুলি একটা সংগ্রহ হবে। কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা তাদের হিসেব উলট-পালট করে দিল। শেষ পাঁচ ওভারে রীতিমত ঝড় তোলেন কার্লোস ব্র্যাথওয়েট-আরিফুল হকরা। মিরপুরের হোম অব গ্রাউন্ডে চার-ছক্কার ফুল ফুটিয়ে ৩ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে জমা করেন ৬৯ রান। সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৭০। চিটাগং ভাইকিংসকে জিততে হলে করতে হবে ১৭১ রান।

টস হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি খুলনার। ২৯ রানে পড়ে যায় তিন উইকেট। চতুর্থ উইকেটে শুরুর ধাক্কাটা কাটিয়ে উঠার চেষ্টা চালান রুশো ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২৫ রান করে রুশো আউট হলে রিয়াদকে সঙ্গ দেন আরিফুল হক। দুর্দান্ত ব্যাট করেন আরিফ। ৪ ছয় ১ চারে দলকে উপহার দেন ২৫ বলে ৪০ রান। রিয়াদের ব্যাট থেকে এসেছে ৪০ রান। ৩৩ বলে ২ চার ২ ছয়ে রিয়াদ তার ইনিংসটি সাজিয়েছেন।

শেষদিকে যোগ দেয়া কার্লোস ব্র্যাথওয়েট খেলেন ৩ ছয় ২ চারে ১৪ বলে ৩০ রান। এ ছাড়া জফরা আর্চার ১ চার ১ ছয়ের সাহায্যে ৪ বলে ১১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। চিটাগংয়ের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। ২টি উইকেট ঝুলিতে পুরেছেন সানজামুল ইসলাম। খালি হাতে ফেরেননি দিলশান মুনাবিরা, শুভাশিষ রায়ও।

খুলনা টাইটানস: ২০ ওভারে ১৭০/৭ (মাহমুদউল্লাহ রিয়াদ ৪০, শাডউইক ওয়ালটন ৫, মাইকেল ক্লিঙ্গার ২, নাজমুল হোসেন শান্ত ৯, কার্লোস ব্র্যাথওয়েট ৩০, রিলে রুশো ২৫, আরিফুল হক ৪০, জফরা আর্চার ১১*; সানজামুল ইসলাম ২/২০, তাসকিন আহমেদ ৩/৪৩, দিলশান মুনাবিরা ১/১৬, শুভাশিষ রায় ১/২১)।