সাভারে মাটির নিচে ২০০ কেজি ওজনের বোমা!
সাভারে পরিত্যক্ত ২০০ কেজি ওজনের একটি এয়ার বোমা উদ্ধার করেছে সাভার থানা-পুলিশ ।
বুধবার দুপুর আড়াইটার দিকে সাভারের আমিনবাজারের বসুধা এলাকা থেকে বোমাটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরে আমিনবাজারের বসুধা এলাকার একটি জায়গায় কয়েকজন শ্রমিক ভেকু দিয়ে মাটি তুলছিলেন। এ সময় মাটির নিচ থেকে ওই বোমাটি ভেকুর মধ্যে উঠে আসে। পরে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল মিয়াকে খবর দিলে তিনি এয়ার বোমাটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। বোমাটির ওজন প্রায় ২০০ কেজি। এই বোমাটি বিমানবাহিনী ব্যবহার করে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল মিয়া বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই এয়ার বোমাটি ব্যবহার করা হতো বলে ধারণা করছে এলাকাবাসী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন