খালেদার মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ায় পার্লামেন্টের সামনে বিক্ষোভ

অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্লামেন্টের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে মেলবোর্ন বিএনপি ও অস্ট্রেলিয়া ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা ঘোষণার পর তাৎক্ষণিক এ বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এ সময় মেলবোর্ন বিএনপির সভাপতি আলহাজ রিয়াজ উদ্দিন আহমেদ মনি বলেন,আমরা প্রবাসীরা এই রায় প্রত্যাখ্যান করছি। কোনোভাবেই এই রায় মেনে নেয়া যায় না।

তিনি বলেন,সরকারের জুডিশিয়াল চক্রান্ত বাস্তবায়ন করার লক্ষে এবং আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে অযোগ্য করার জন্য সরকারকে খুশি করতে এই রায় প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জনগণের ভোট নির্বাচিত কোনো সাবেক সরকারপ্রধানের বিরুদ্ধে প্রথম এমন অবৈধ রায় প্রদান করা হলো, যেটা বর্তমান পরিস্থিতে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।

অস্ট্রেলিয়া ছাত্রদল সভাপতি কায়াস মাহমুদ জনি বলেন, বাংলাদেশ সরকারের ওপর মহলের নির্দেশ পালন করতেই এ রায় প্রদান করা হয়েছে। তিনি এই রায় প্রত্যাখ্যান করে বলেন, আমাদের আইনের ওপর পূর্ণ আস্থা আছে এবং আমরা বিশ্বাস করি উচ্চ আদালতে খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পাবেন।

কায়াস আরও বলেন, আমাদের নেত্রী সম্পূর্ণ নির্দোষ, আমরা কোনোভাবেই আমাদের নেত্রীকে বন্দি থাকতে দেব না, প্রয়োজন হলে আমরা প্রবাস থেকে বাংলাদশে গিয়ে নেত্রীর জন্য স্বেচ্ছায় কারাবরণ করব, বাংলাদেশের জেলখানাগুলো আমাদের জন্য প্রস্তুত করে রাখুন, আমাদের নেত্রীকে জেলখানায় রেখে আমরা প্রবাসে বসে থাকব না।

এছাড়া মেলবোর্ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও অস্ট্রেলিয়া ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মেদ ও মেলবোর্ন বিএনপি নেতা আব্দুল জলিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন। তারা যৌথ বিবৃতিতে বলেন, আমাদের নেত্রীর কিছু হলে আমরা চুপ করে বসে থাকব না। প্রবাসে আমরা আন্দোলন অব্যাহত রাখব।