পাকিস্তান সরকারের সমালোচনায় ইমরানের সাবেক স্ত্রী জেমিমা

ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় উল্লাস প্রকাশ করেছিলেন তার প্রথম স্ত্রী ও তার দুই সন্তানের মা জেমিমা গোল্ডস্মিথ। পাকিস্তানের রাজনীতিতে ইমরানের সংগ্রাম পুনরায় মনে করিয়েও দিয়েছিলেন তিনি।

কিন্তু শপথ গ্রহণের পর এবার ইমরান খান নেতৃত্বাধীন সরকারের কার্যক্রমে হতাশা প্রকাশ করেছেন জেমিমা। নবগঠিত অর্থনৈতিক উপদেষ্টা কমিটি থেকে ধর্মীয় সংখ্যালঘু আহমেদিয়া সম্প্রদায়ভুক্ত আতিফ মিয়ার মনোনয়ন বাতিল করেছে ইমরানের সরকার।

এ বিষয়ে টুইটারে জেমিমা লিখেছেন, ‘অসমর্থযোগ্য এবং খুবই হতাশাজনক। পাকিস্তানের নতুন সরকার অর্থনীতির প্রখ্যাত এবং শ্রদ্ধেয় অধ্যাপককে সরিয়ে দিয়েছে তার আহমেদিয়া মতবাদে বিশ্বাসের জন্য। উল্লেখ্য: পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদ ই আজম আহমেদিয়া মতবাদে বিশ্বাসী একজনকে নিজের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন।’