মাশরাফিরা মাঠে সাকিব হাসপাতালে, তামিম লন্ডনে
তাদের এখন কোথায় থাকার কথা আর তামিম ইকবাল ও সাকিব আল হাসান এখন আছেন কোথায়? ইনজুরির ভয়াল থাবায় দুজনই ছিটকে পড়েছেন মাঠের বাইরে। শুধু এশিয়া কাপের বাইরে ছিটকে পড়াই নয়। তামিম কব্জির চিকিৎসা করাতে উড়ে গেছেন যুক্তরাজ্যে।
সাকিবের অবস্থা বেশি করুণ। সঙ্গী-সাথীরা যখন ভারতকে হারানোর কঠিন পণ নিয়ে মাঠে দেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার তখন দেশের রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে বিছানায় শোয়া। নির্ভরযোগ্য সূত্রের খবর, পরশু বুধবার রাতে দুবাই থেকে ফেরার পরদিন মানে কাল বৃহস্পতিবার আঙ্গুলের ব্যাথায় অস্থির সাকিব যান অ্যাপোলো হাসপাতালে ডাক্তার দেখাতে।
ডাক্তার তাকে দেখেতো ‘থ’! একি অবস্থা আপনার? এমন অবস্থা নিয়ে খেললেন কি করে? আঙ্গুল যে ফুলে ঢোল হয়ে গেছে। পানি আর পুঁজ গেছে জমে। আগে এই জমে থাকা পানি ও পুঁজ সড়াতে হবে, তারপর অন্য কথা। এরপর উন্নত চিকিৎসা।
এখন দ্রুত পানি ও পুঁজ বের করতে হবে। এজন্য একটা ছোট খাট সার্জারিও লাগবে। যে কথা সেই কাজ। কাল রাতেই সাকিবের ইনজুরি আক্রান্ত আঙ্গুলের পুজ ও পানি বের করতে ছোট খাট সার্জারি করা হয়েছে। আজ (শুক্রবার) বেলা তিনটা নাগাদ এ প্রতিবেদন তৈরীর সময় পর্যন্ত সাকিব অ্যাপোলো হাসপাতালে। সেখান থেকে হয়ত দু-একদিনের মধ্যে বাসা ফিরে যাবেন। তারপর তার আঙ্গুলের উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবার প্রসঙ্গ।
কোথায় হবে অপারেশন? প্রথমে শোনা গেছে যুক্তরাষ্ট্রে। আজ একটি দায়িত্বশীল সূত্র জানালো অস্ট্রেলিয়াতেও হতে পারে সাকিবের আঙ্গুলের উন্নত চিকিৎসা। তার আগে এখন ক্রমাগত চাপ পড়তে পড়তে যে পানি ও পুঁজ জমে গেছে তা সরাতে যে সার্জারি হলো, তা আগে ঠিক হোক। তারপরও বিদেশে চিকিৎসা প্রসঙ্গ।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপের ফাইনালে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি টাইগাররা।
বাংলাদেশ দলকে নিয়ে সতর্ক ভারত। মাশরাফি বাহিনীকে মোটেই হালকাভাবে নিচ্ছে না রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন