সৌদিকে বয়কট করছে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান

সৌদি আরবের বর্তমান বাদশাহ ও যুবরাজের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় বর্তমান যুবরাজ জড়িত থাকার অভিযোগে দেশটিতে আসন্ন অর্থনৈতিক সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান।

এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে ইন্টারনেটভিত্তিক বিশ্বের সবচেয়ে সেবাদাতা প্রতিষ্ঠান গুগল।

আগামী ২৩ অক্টোবর থেকে তিন দিনব্যাপী যে সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে গুগল সেই সম্মেলনে অংশ নেবে না বলে জানিয়েছেন গুগল ক্লাউডের প্রধান নির্বাহী ডায়ান গ্রিন।

এর আগে আন্তর্জাতিক ট্যাক্সি কোম্পানি উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোশরুশাহী, ফোর্ড গাড়ি কোম্পানির চেয়ারম্যান এবং আমেরিকার বহুজাতিক বিনিয়োগকারী ব্যাংক জেপি মর্গানের প্রধান নির্বাহী জেমি ডিমোনসহ বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান তিন দিনের ওই সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

এপর্যন্ত যারা সৌদি সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছেন তারা হলেন;

১. গুগল

২. ফোর্ড

৩. উবারের

৪. আমেরিকার বহুজাতিক বিনিয়োগকারী ব্যাংক জেপি মর্গান

৫. সিএনএন

৬. দ্যা ফিন্যান্সিয়াল টাইমস

৭. নিউইয়র্ক টাইমস, সিএনবিসি

৮. ব্লুমবার্গ

৯. ফক্স নিউজ
এছাড়া সৌদি আরবে বিলিয়ন ডলার বিনিয়োগের আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্যের ব্যবসা সম্রাট রিচার্ড ব্রান্সন।

সৌদি আরবের অর্থনীতিকে বহুমুখীকরণের যে উদ্যোগ নিয়েছেন সৌদি যুবরাজ তাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য তিনি এ সম্মেলনের আয়োজন করেছেন।

কিন্তু বিদেশি কোম্পানি ও গুরুত্বপূর্ণ গণমাধ্যমের বয়কটের সিদ্ধান্তে তার সে পরিকল্পনা মারাত্মকভাবে বাধার মুখে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।