‘ফখরুলের কান্নার অর্থ বিএনপির অবস্থা ভালো নয়’
বেগম খালেদা জিয়ার মনোনয়ন ঘোষণার সময় বিএনপি মহাসচিবের কান্নার ‘অর্থ’ বুঝতে পেরেছেন ওবায়দুল কাদের। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্নার অর্থ হলো, ভোটের বাজারে বিএনপির অবস্থা ভালো নয়।’
মঙ্গলবার বেলা একটায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়সল আহম্মদের কাছে নোয়াখালী-৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন কাদের। এ সময় তিনি এক প্রশ্নে উপরোক্ত কথা বলেন।
আগের দিন গুলশানে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নের চিঠি দলের নেতাদের হাতে তুলে দেন মির্জা ফখরুল। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
কাদের বলেন, ‘দলছুট এবং জনবিচ্ছিন্ন নেতারা যতই বিএনপির সাথে হাত মেলাচ্ছে দলটি ততই জনসমর্থন হারিয়ে ফেলছে। বিএনপির ভাঙা হাড় নেতায় নেতায় ঐক্য হচ্ছে, ভাঙা হাড় জমছে না।’ ’
দেশে এখন আওয়ামী লীগের জোয়ার বইছে দাবি করে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘এই জোয়ারে ভাসতে ভাসতে মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে বন্দরে গিয়ে পৌঁছবে নৌকা।’
বিএনপি ভোটে থাকতে চায় কি না, এ নিয়েও সন্দিহান কাদের। বলেন, ‘এই মুহূর্তে সিইসির পদত্যাগ চাওয়ার অর্থ তারা নির্বাচন চায় না, বানচাল করতে চায়।’
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভীর প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন