চাটমোহরে যুবলীগের মিছিলে ককটেল বিস্ফোরণ
পাবনার চাটমোহরে যুবলীগের মিছিলে ককটেল বিস্ফোরণ, একইসাথে বিএনপির প্রার্থীর বাড়ির সামনে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করছে বিএনপি ও যুবলীগ। তবে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা বলছেন সহকারি রিটার্নিং অফিসার।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম অভিযোগ করে জানান, নৌকার পক্ষে একটি মিছিল জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। মিছিলটি বিএনপির প্রার্থীর বাড়ি পার হওয়ার সময় তাদের মিছিলে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আতংক ছড়িয়ে পড়ায় ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। পরে উত্তেজিত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির প্রার্থীর বাড়ির সামনে থাকা কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে।
এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফুজ্জামান হালিম অভিযোগ করে জানান, রাতে নৌকার পক্ষে মিছিল বের করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি জিরো পয়েন্টে গিয়ে ফেরার সময় ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কে এম আনোয়ারুলর ইসলামের বাড়ির সামনে থাকা বিএনপির নির্বাচনী অফিসে ভাঙচুর চালানো হয় ওই মিছিল থেকে।
তিনি দাবি করেন, ওই সময় সেখানে বিএনপির কোনো নেতাকর্মী ছিলো না। নিজেরাই ককটেল ফাটিয়ে বিএনপির ঘাড়ে দোষ চাপাতে চাইছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল জাতীয় বস্তু উদ্ধার করা হয়েছে। বিএনপির প্রার্থীর বাড়ির সামনে কিছু চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। ঘটনার পর সাবেক এমপির বাড়ির সামনে পুলিশী পাহাড়া রাখা হয়েছে। বিএনপির প্রার্থীকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন