এবার রাশিয়া-যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে ভারত!
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার জেরে ভারতের নিরাপত্তাবাহিনীর অত্যাধুনিক অস্ত্রের দিকে মনোযোগ দিয়েছে নয়াদিল্লি। সরকারি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর জন্য নতুন প্রযুক্তির অস্ত্র তৈরিতে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারত। নতুন অস্ত্রটির নাম দেওয়া হয়েছে একে-২০৩, যা অনেকটাই দেখতে একে-৪৭ সেভেনের মতো। রাশিয়ার সঙ্গে ৭ লাখ ৫০ হাজার অস্ত্রের চুক্তি করেছে ভারত। ভারতের তৈরি ইনসাস রাইফেলের পরিবর্তে এটি সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌসেনাদের দেওয়া হবে।
নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি জঙ্গিদের দমন করতে সেনাবাহিনীর হাতে উন্নত অস্ত্র থাকা উচিত বলে মনে করছে ভারত। এ ছাড়া অন্যান্য কাজে হালকা অস্ত্র থাকা দরকার।
দেশটির সকারের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামরিক বাহিনীকে এ অস্ত্র দেওয়ার পর দেশটির আধাসামরিক ও পুলিশ বাহিনীকে এ অস্ত্র সরবরাহ করা হবে। আগামী ১৫-২০ বছরের মধ্যে দেশটির সব বাহিনী এ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করবে।
এ ছাড়াও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ৭.৬৯ এমএম ও ৫৯ ক্যালিবারের উন্নত রাইফেলের চুক্তি করেছে। এটি সরাসরি সেনা সদস্যদের দেওয়া হবে, যা বিদ্রোহ দমন ও অন্যান্য অভিযানে ব্যবহার করা হবে।
প্রসঙ্গত, কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হওয়ার পর নড়েচড়ে বসেছে দেশটি। ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে সীমান্ত ও আকাশপথে একাধিক যুদ্ধের ঘটনা ঘটেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন