ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার ঢাকামুখী যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মূলত মুন্সিগঞ্জের গজারিয়া অংশে এ যানজট দেখা যায়।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জামালদি বাসস্ট্যান্ড থেকে বাউশিয়া পাখিরমোড় পর্যন্ত এ যানজটে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ যানজটের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাঁচপুর ব্রিজ এলাকায় গার্ডারের কাজ এবং সকাল থেকে দু’টি বড় পণ্যবাহী গাড়ি মেঘনা সেতুতে বিকল হয়ে যাওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলে জানান এসআই ফিরোজ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন