চলতি বছরের শেষ দিকে সম্মেলনের প্রস্তুতি আ.লীগের
চলতি বছরের শেষ দিকে দলীয় সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সম্মেলন সফল করার লক্ষে ৮ বিভাগে ৮টি টিম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায়।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বনানীর অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় আওয়ামী লীগের নীতি নির্ধারণী এ ফোরাম। এছাড়া নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে নুরে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশিসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গঠিত ৮টি টিম গঠিত হবে দলের উপদেষ্টা পরিষদ ও সভাপতিমণ্ডলীর নেতৃত্বে। এসব টিম সফলভাবে সম্মেলন সম্পন্ন করতে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক সফর করবে। এ টিমগুলোই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতির জন্য কাজ করবে বলেও দলীয় সূত্রে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন