বিএসএমএমইউ হাসপাতাল থেকে পেট্রোল বোমা উদ্ধার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আমরা সেখান থেকে একটি একটি কাচের বোতলে পেট্রোল ভরা বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করি।
তিনি আরো বলেন, কে বা কারা কি উদ্দেশ্যে এটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
এদিকে পেট্রোল বোমা উদ্ধারের পর জানা গেছে, দুদিন আগে রেজিস্ট্রার আবদুল হান্নানের কক্ষের সামনে আগুনও ধরানো হয়েছিল।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কমল কান্তি বড়ুয়া বলেন, ‘দুদিন আগেও ওই কক্ষের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আমরা মনে করি, আমাদেরকে ভয় দেখানোর জন্য কেউ এটা করছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন