জন্মের পর কোলে নেওয়া সেই রাহুলকে বুকে জড়িয়ে ধরলেন নার্স
৪৯ বছর আগে দিল্লির রাহুল গান্ধীর জন্মের সময় উপস্থিত ছিলেন এই নার্স।সদ্যোজাতকে কোলে তুলে আদরও করেছিলেন অন্য সহকর্মীদের সঙ্গে। ৪৯ বছর পর সেই রাহুল গান্ধীকে বুকে জড়িয়ে কেঁদে ফেললেন অবসরপ্রাপ্ত নার্স রাজাম্মা রাজাপ্পান। তিন দিনের ওয়ানাড় সফরের শেষ দিনে রাহুলও রাজাম্মাকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েন। কেরলের ওয়ানাড়ের বাসিন্দা রাজাম্মা রাহুল এসেছেন শুনে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছিলেন।
অবশেষে আজ রবিবার সেই সুযোগ মিলল। নাতনির সঙ্গে কংগ্রেস সভাপতির সামনে এসে নিজের পরিচয় দিয়ে প্রথমে তাঁর হাত ধরে ওয়ানাড়ের কথা ভাবাব জন্য ধন্যবাদজ্ঞাপন করেন রাজাম্মা। কিন্তু রাহুল তাঁকে জড়িয়ে ধরতেই চোখের জল বাঁধ মানেনি বৃদ্ধার। মাতৃসমা এই নার্সের আলিঙ্গনে কেঁদে ফেলেন রাহুলও। এদিন বিমানবন্দরে কয়েক হাজার কংগ্রেস নেতা, কর্মী এবং সমর্থক ভিড় করেছিলেন। বিমানবন্দর পর্যন্ত রাস্তা হুডখোলা গাড়িতেই রোড শো করে সম্পন্ন করেন রাহুল। তাঁকে ৪.৩১ লক্ষ ভোটে জেতানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন