এমপি বেলালের বিরুদ্ধে মামলার নির্দেশ
নেত্রকোনা-৫ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তারের সত্যতা পাওয়ায় বুধবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে মামলার নির্দেশ দেয় ইসি।
এবিষয়ে ইসির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত আগে থেকেই ছিল। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এখন এই নির্দেশ দেয়া হলো।
ইসি সূত্র জানায়, গত ১০ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ভোট হওয়ার কথা ছিল। এই ভোটে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি। একপর্যায়ে ইসি সেখানকার ভোটও বন্ধ করে দেয়। এরপর এ বিষয়ে ইসি একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। এর ভিত্তিতে এই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয়া হলো।
১৮ জুন স্থগিত এ উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন