ক্ষণিকের ঠাঁই || রোমান মোল্লা
ক্ষণিকের ঠাঁই
রোমান মোল্লা
বোধহয় আমি-
অবোধ হয়ে যাচ্ছি।
নির্বাক চোখে আর কতদিন…?
অথবা,
নীল কষ্টে আর
কতটা পুড়বে এ জীবন?
চাঁদটাকে চাইনা পেতে,
শুধু—
চাঁদের আলোর মাঝে পেতে চাই,
ক্ষণিকের ঠাঁই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন