ক্ষণিকের ঠাঁই || রোমান মোল্লা

ক্ষণিকের ঠাঁই
রোমান মোল্লা


বোধহয় আমি-
অবোধ হয়ে যাচ্ছি।
নির্বাক চোখে আর কতদিন…?
অথবা,
নীল কষ্টে আর
কতটা পুড়বে এ জীবন?
চাঁদটাকে চাইনা পেতে,
শুধু—
চাঁদের আলোর মাঝে পেতে চাই,
ক্ষণিকের ঠাঁই।