একজনের মূত্রত্যাগ, সংশয়ে ৪ জন মানুষের জীবন!
একজনের মূত্রত্যাগ অন্যের জীবন সংশয়ের কারণ হতে পারে কখনও? হতে পারে এবং ঘটেছে। একজনের নয়, ৪ জন মানুষের জীবন সংশয়ের ঘটনা ঘটে গিয়েছে বার্লিন শহরে স্প্রী নদীর ওপর জানোইটজ্ ব্রিজে।
মূত্রের বেগ চেপে রাখতে না পেরে ব্রিজে দাঁড়িয়ে নদীর পানিতে মূত্রত্যাগ করতে গিয়ে এমন এক অদ্ভুত ঘটনা ঘটিয়ে ফেলেন এক ব্যক্তি। মূত্রত্যাগের সময় নীচ দিয়ে যাচ্ছিল পাঁচজন যাত্রীবাহী এক নৌকা। মূত্র নদীতে না পড়ে সোজা গিয়ে পড়ে পাঁচ যাত্রীর মাথায়। অচেনা ব্যক্তির মূত্র থেকে রক্ষা পেতে পানিতে ঝাঁপ দিতে গিয়ে মাথা ফাটিয়ে রক্তারক্তি কান্ড ঘটিয়ে বসেন যাত্রীরা।
আসলে ব্রিজটি নদীর সঙ্গে একেবারে লাগোয়া। ঝাঁপ দিতে গিয়েই ব্রিজের কোণায় লেগে মাথা ফেটে যায় ৪ যাত্রীর। আপাতত পাঁচজনেই হাসপাতালে ভর্তি। তিন জনের অবস্থা ভাল কিন্তু একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। অভিযুক্ত মূত্রত্যাগীকে এখনও গ্রেফতার করা হয়েছে কিনা জানা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন