যাত্রাবাড়ীতে নকল তার তৈরির কারখানায় র্যাবের অভিযান
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় বৈদ্যুতিক নকল তারের কারখানায় অভিযান পরিচালনা করছে র্যাব।
বুধবার (৪ নভেম্বর) রাত ১০টায় অভিযান শুরু হয়েছে। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
র্যাবের দাবি, বিআরবি ক্যাবলসহ নামিদামি কোম্পানির বৈদ্যুতিক তার নকল করে তৈরি করে আসছিল কারখানাটি।
অভিযান চলাকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে দেখা যায়, তারা নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে নকল বৈদ্যুতিক তার তৈরি করছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন