শ্রীলঙ্কায় এলপিএলে ৭ দিনের কোয়ারেন্টিন, চলবে অনুশীলনও

বাংলাদেশের ৭ দিনের কোয়ারেন্টিনের দাবিতে আপত্তি জানিয়েছিল শ্রীলঙ্কা। ১৪ দিনের কোয়ারেন্টিন ছিল ‘বাধ্যতামূলক’, ছিল না কোয়ারেন্টিনকালে অনুশীলনের সুযোগও। অথচ লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অনুশীলন সুবিধাসহ ৭ দিন কোয়ারেন্টিনের নিয়ম করা হয়েছে।

বাংলাদেশের দাবি মানার ক্ষেত্রে অনমনীয় ছিল শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রনালয় ও কোভিড টাস্কফোর্স।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিনটি টেস্ট খেলতে গত সেপ্টেম্বরে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। বাংলাদেশের পক্ষ থেকে সফরের পূর্ণ প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। বায়ো সেফটি বাবলে থেকে অনুশীলন করেছিলেন ক্রিকেটাররা। মুস্তাফিজুর রহমান আইপিএলে ডাক পেলেও শ্রীলঙ্কা সফরের জন্য তাকে এনওসি দেওয়া হয়নি। কিন্তু লঙ্কানদের অনড় অবস্থানের কারণে শেষপর্যন্ত শ্রীলঙ্কা সফর স্থগিতাদেশ পায়।