রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ১৫ সদস্যের কমিটির দায়িত্বভার গ্রহণ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ৯ম চেয়ারম্যান হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন পরিষদে বিগত দুই পরিষদেই টানা সদস্য হিসেবে দায়িত্ব পালন করা কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী ও তার নের্তৃত্বাধীন ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ।
সোমবার (১৪ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিষদের নবাগত ও বিদায়ী চেয়ারম্যান, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, কাউখালী উপজেলা চেয়ারম্যান সামসুদ্দোহা চৌধুরী, রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমাসহ জেলা পরিষদের নবাগত এবং বিদায়ী সদস্যবৃন্দ, আওয়ামীলীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

দায়িত্বভার গ্রহণ করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে জনমুখী করে গড়ে তোলা, রাঙ্গামাটিকে একটি শান্তি, সম্প্রীতি, উন্নয়নের মডেল ও রাঙ্গামাটিবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলনের প্রতিষ্ঠানে রূপান্তর করতে দায়িত্বপালনকালে সকলের সহযোগিতা কামনা করেন অংসুই প্রু চৌধুরী।

এর আগে ১০ ডিসেম্বর মাহামান্য রাষ্ট্রপতির আদেশ প্রদানের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সজল কান্তি ভৌমিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরিষদের বর্তমান কমিটি বাতিল করে বর্তমান সদস্য অংসুই প্রু চৌধুরীকে চেয়ারম্যান করে বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক ১৫ সদস্যের অর্ন্তবর্তীকালীন পরিষদ নিয়োগ দেয়।

উল্লেখ্য, ১৯৯৭ সালে পার্বত্যচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর স্থানীয় সরকার পরিষদ আইন সংশোধন এবং নাম পরিবর্তন করে পার্বত্য জেলা পরিষদ করা হয়। একই বছর আবারো আইন সংশোধন করে পরিষদের নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত সরকার মনোনীত একজন উপজাতিকে চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের অন্তর্বতীকালীন পরিষদ গঠনের বিধান করা হয়।
পরে জনআপত্তি এবং আগ্রহের কারনে আবারো আইন সংশোধন করে একজন উপজাতি চেয়ারম্যান ও বিভিন্ন সম্প্রদায়ের ১৪ জন সদস্য নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট পরিষদ গঠনের বিধান করা হয়।