অস্ত্রসহ রাঙ্গামাটিতে ইউপিডিএফের ৪ কর্মী আটক
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ১২ বীর বাঘাইহাট জোন সদরের আওতাধীন মুশফিক আর্মি ক্যাম্পের সামনে থেকে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত দলের ৪ কর্মীকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) মধ্য রাতে নিরাপত্তাবাহিনী তাদের আটক করেছে বলে নিরাপত্তাবাহিনীর সূত্র জানা গেছে।
আটককৃতরা হলেন, উনিল চাকমা (৬০), পিতা- আদিকান্ত চাকমা, বিনয় চাকমা (৪৩), পিতা- বিজয় কুমার চাকমা, বিজয় চাকমা (স্মৃতি) (৪২), পিতা- হরিরাম চাকমার ছেলে এবং বিকাশ চাকমা প্রকাশ বাইট্যা চাকমা (৩৫) পিতা- দুলাই চাকমা।
এসময় তল্লাশী চালিয়ে তাদের নিকট থেকে ২টি এলজি, এলজির ৫ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের ৩টি রশিদ বই, আদায়কৃত চাঁদা ২ হাজার ১১৪ টাকা, ৪টি মোবাইল এবং ইউপিডিএফ (প্রসীত) দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ২টি ব্যানার উদ্ধার করা হয়।
রবিবার আটককৃতদের রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন