খাগড়াছড়ির সাজেকে চার গ্রামবাসীকে গ্রেফতারের নিন্দা, মুক্তি দাবি

পার্বত্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা রোববার (২৭ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সাাজেকে চার গ্রামবাসীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন-১. বিনয় চাকমা(৪৫), পিতা-মৃত বিজয় কুমার চাকমা, গ্রাম-বাইবা ছড়া, ২. অনিল চন্দ্র চাকমা, পিতা-আদেয়ে চাকমা, গ্রাম-বাইবাছড়া, ৫. বাট্টে চাকমা(৪৫), পিতা- দুলেয়ে চাকমা, গ্রাম-গুলকমা ছড়া ও ৪. স্মৃতিময় চাকমা, গ্রাম-গুলকমা ছড়া। এর মধ্যে বিনয় চাকমা সাজেক ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।

বিবৃতিতে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, বিভিন্ন নিউজ পোর্টালে সাজেকে গ্রেফতারকৃতদের ইউপিডিএফ সদস্য এবং তাদের কাছ থেকে ‘অস্ত্র ও গুলি’ উদ্ধারের খবর প্রকাশ করা হয়েছে। যা সর্বৈব মিথ্যা এবং সাজানো। গ্রেফতারকৃতরা কেউই ইউপিডএফ সদস্য নয়, তারা চারজনই সাধারণ গ্রামবাসী। সুতরাং তাদের কাছে অস্ত্র-গুলি থাকার কোন প্রশ্নই আসে না।

তিনি প্রকৃত ঘটনার বিবরণ দিয়ে বলেন, শনিবার (২৬ ডিসেম্বর ২০২০) ইউপিডিএফ’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজেকের গঙ্গারাম এলাকায় আয়োজিত অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বিকেল ৪টার সময় চদগীছড়া মুসফিক ক্যাম্পের সেনা সদস্যরা উক্ত চার গ্রামবাসীকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে যায়। পরে দিবাগত রাত ১২টার সময় তাদেরকে সাজেক থানায় হস্তান্তর করে।

তিনি অবিলম্বে গ্রেফতারকৃত চার গ্রামবাসীকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
একই সাথে তিনি যাচাই-বাছাই সাপেক্ষে সঠিক ও বস্তুুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য সকল সংবাদ মাধ্যমের প্রতিও অনুরোধ জানিয়েছেন।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।