পলিটেকনিক শিক্ষার্থীরা চার দফা দাবিতে মানববন্ধন করে
সেশন জট, দ্রুত ক্লাস চালু, শর্ট সিলেবাসে পরীক্ষা, বাড়তি ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবে এ কর্মসূচি পালন করা হয়। যেখানে ঢাকা জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের ছাত্র ছাত্রীরা অংশ নেয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের দাবিসমূহ:
(ক) কোন ভাবেই ১ বছর লস মানি না।
(খ) ১ম, ৩য়, ৫ম, ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে।
(গ) সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করো এবং বেসরকারী পলিটেকনিক ফি অর্ধেক করো।
(ঘ) ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।
এদিকে, আন্দোলনে তাদের প্রতি সরকারের বিশেষ নজরদারির জন্য অনুরোধ করে শিক্ষার্থীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন