‘লেখালেখির প্রাথমিক ও বুনিয়াদী’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
দেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে দুই দিন ব্যাপী ‘লেখালেখির প্রাথমিক ও বুনিয়াদী’ শীর্ষক অনলাইন কর্মশালা সমাপ্ত হয়েছে।
কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সমাপনী দিবসে রাফিয়া নুসরাত মিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক, কলামিস্ট এবং দৈনিক সমকাল পত্রিকার সহ সম্পাদক শেখ রোকন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ রোকন বলেন, সমাজকে আলোকিত করার জন্য দেশকে আলোকিত করার তরুণ লেখকদের এমন কর্মপ্রচেষ্টা নিঃসন্দেহে দেশকে ভালো কে ভালোর দিকে তরান্বিত করবে। বুদ্ধিদীপ্ত জ্ঞানচর্চার মাধ্যমে আজকের তরুণরা আগামী দিনে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দেবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহানুর ইসলাম। প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন শেখ আরমান, মাহবুবুর রহমান সাজিদ, আরাফাত শাহীন, আখতার হোসেন আজাদ।
কর্মশালার সমন্বয়ক কাজী জহিরুল ইসলাম বলেন, আমরা দেশের তরুণদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করছি। তারই ধারাবাহিকতায় এই কর্মসূচী।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন