তাপমাত্রা বাড়বে তবে সম্ভাবনা নেই বৃষ্টির
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকলেও দুপুরের পর থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার। এ ছাড়া দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১২ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এখন মূলত কালবৈশাখী মৌসুম। ৭ থেকে ৮ ঘণ্টা পরপর আবহাওয়ার চরিত্র পরিবর্তন হতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন