গণতান্ত্রিক সংগ্রামের নাম যাদু মিয়া : কৃষক মহসিন

বাংলাদেশ ন্যাপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় সমন্বয়কারী কৃষক মো. মহসিন ভুইয়া বলেন, দীর্ঘ শোষণ-বঞ্চনা আর গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যারা সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম মশিউর রহমান যাদু মিয়া। তিনি শাষকের বিরুদ্ধে গণমানুষের অধিকার আদায়ে সমগ্র জাতিকে সংগ্রামের পথ দেখিয়েছিলেন।

শুক্রবার (১২ মার্চ) দলীয় কার্যালয়ে ন্যাপ’র সাবেক চেয়ারম্যান জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়র ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ কুমিল্লা জেলা আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মশিউর রহমান যাদু মিযা আজীবন দেশের জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কথা বলেছেন। এক কথায় তিনি ছিলেন দুঃসাহসী ও মানবতাবাদী রাজনীতিবিদ।

তিনি আরো বলেন, জাতীয় ইতিহাসের বিভিন্ন স্তরে, বিভিন্ন সময়ে মানব সমাজ আর রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন প্রতিভার জন্ম হয়। যাদু মিয়ার আবির্ভাবও এমন একটি ঐতিহাসিক পটভূমিতে সমাজ আর রাষ্ট্রের প্রয়োজনে।

এসময় আরো বক্তব্য রাখেন : মহানগর ন্যাপ নেতা শরীফুল হাসান, সোহেল রানা, মাছুম বিল্লাহ চৌধুরী প্রমূখ।