তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন শিশির অধিকারী
কংগ্রেস থেকে তৃণমূলে আসা শিশির অধিকার এবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন।
এর মধ্য দিয়ে তার কয়েক দশকের রাজনৈতিক ক্যারিয়ারে তৃতীয়বারে মতো দলবদল করলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার মঞ্চ ভাগাভাগি নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। এনডিটিভি এমন খবর দিয়েছে।
রোববার সবকিছুর অবসান ঘটিয়ে পূর্ব মেদিনিপুরের এগরায় অমিত শাহের সঙ্গে একইমঞ্চে ওঠেন। পূর্ব মেদিনিপুরকে তার পারিবারিক রাজনীতির ভিত্তিভূমি বলে মনে করা হয়।
এর আগে তার ছেলে ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাবেক ঘনিষ্ঠ মিত্র শুভেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দিয়েছেন।
মেদিনিপুর, বাঁকুরা ও পুরুলিয়ার অন্তত ত্রিশটি আসনে প্রভাব বিস্তারের ক্ষমতা রয়েছে অধিকারীর। এগুলো বিজেপির দখলে যাবে বলে ধারণা করা হচ্ছে।
২৩ বছর তৃণমূলের রাজনীতি করেছেন শিশির অধিকারী। কংগ্রেসের মনমোহন সিং সরকারের ছয় বছরের মন্ত্রী ছিলেন তিনি।
তৃণমূলের জেলা ইউনিটের সভাপতির পদ থেকে গত জানুয়ারিতে তাকে সরিয়ে দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন