পটুয়াখালীর কলাপাড়ায় নৌ বাহিনীর খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা মোকাবেলায় ঘরবন্দী হয়ে কর্মহীন ও অসহায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌ বাহিনী।
শনিবার দুপুরে নির্মানাধীন বাংলাদেশ নৌজা শের-ই-বাংলা ঘাঁটি চত্বরে ১৫০ পরিবারের মাঝে প্রথম ধাপে এসব সামগ্রী বিতরন করা হয়।
বৈশ্বিক মহামারি পরিস্থিতে উপজেলার লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া, বানাতিপাড়া এবং লালুয়া গ্রামের ওইসব মানুষের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ছোলাবুট, লবন, আটাসহ নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার পক্ষ থেকে অধিনায়ক বানৌজা শের-ই-বাংলা’র ক্যাপটেন এম মহব্বত আলীসহ নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, রবিবার ওই ইউনিয়নের আরো ১৫০ পরিবারকে এ সহায়তা প্রধান করা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















