গাইবান্ধায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
করোনাকালীন গার্মেন্টস শ্রমিক, গৃহশ্রমিকসহ সকল শ্রমজীবী নারীর খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, এনজিও ঋণ মওকুফ, মহাজনী সুদী কারবার বন্ধ সহ ৬ দফা দাবী বাস্তবায়নে গাইবান্ধায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জেলা শাখার উদ্যোগে শহরের ১নং রেলগেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি সুভাষীনি দেবী, সাধারন সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠক লীজা উল্যা, রাহেলা সিদ্দিকা প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন