পার্বতীপুরে হিজড়া সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ
দিনাজপুরের পার্বতীপুরে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের মাঝে ‘ডোনেশনের’ পক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার ৪২জন তৃতীয় লিঙ্গ (হিজড়া)’র মাঝে খাদ্য ও নগদ অর্থ ৩০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়। রবিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, লবন, আলু ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি, বিশিষ্ট ক্রীড়াবীদ, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মোঃ আমজাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইয়ংস্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন ও মানবাধিকার কর্মী মোঃ মাহতাব লিটন।
এ ব্যাপারে জানতে চাইলে পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেন বলেন, দেশের বিজ্ঞাপন নির্মাতা ও বাচিক শিল্পী সৈয়দ আপন আহসানের “ডোনেশনের” পক্ষে চাল, ডাল, তেল, লবন এবং নগদ ৩০০ টাকা করে ৪২জন হিজড়াকে প্রদান করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন