নরসিংদীতে একদিনে আরও ১৭ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে গত একদিনে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৫ মে) দুপুরে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নুরল ইসলাম। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ৭০ জনে।
সিভিল সার্জন মো: নুরল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) এর পরীক্ষায় ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় আরও ৩ জনের করোনা শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, বেলাবতে ২ জন ও পলাশে ৪ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৫৭০ জন, শিবপুরে ৩৪৮জন, পলাশে ৫২২ জন, মনোহরদীতে ২৩৪ জন, বেলাবোতে ১৮৪ জন, রায়পুরাতে ২১২ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ২৪ হাজার ৭৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ১৭ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১৭৯ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২, পলাশের ০৫, বেলাব ০৬, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৭ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন