কর্মহীন মানুষের জন্য

নরসিংদীর পলাশে ‘এক টাকায় ঈদ বাজারে’ ১১টি নিত্যপণ্য

‘আমাদের কাছে একটি হাসি মানে একটি সুন্দর পৃথিবী’- এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়-হতদরিদ্র মানুষের জন্য ‘এক টাকায় ঈদ বাজারের’ আয়োজন করেছে স্কুল-কলেজ পড়ুয়া একঝাঁক তরণ।

মঙ্গলবার (১১ মে) সাড়ে ৩টার দিকে উদ্দীপ্ত তারণ্য নামক একটি সামাজিক সংগঠনের ব্যানারে উপজেলার থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এক টাকায় ঈদ বাজারের এই কার্যক্রম চালু করা হয়।

মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এক টাকায় ঈদ বাজারের এই আয়োজনে ‘এক টাকা’র বিনিময়ে একেকটি মানুষকে এক কেজি পোলাও’র চাল, এক কেজি তেল, এক কেজি পেঁয়াজ, আলু, সেমাই, চিনি, নুডুলস, দুধ ও সবজিসহ ১১ টি নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হয়।

ঈদকে সামনে রেখে ব্যতিক্রম এই উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে উদ্দীপ্ত তারণ্য সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম শান্ত বলেন, ‘সমাজের অবহেলিত অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন স্কুল-কলেজে পড়ুয়া একঝাঁক তরণদের নিয়ে প্রায় দেড় বছর আগে গঠিত হয় উদ্দীপ্ত তারণ্য নামক এই সামাজিক সংগঠনটি। সংগঠনটি গঠন করার পর থেকেই সমাজের অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। বিশেষ করে এই করোনা পরিস্থিতি মোকাবেলায় এই সংগঠনের চেষ্টা ছিল। তারই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে সমাজের অসহায়-কর্মহীন মানুষের মুখে হাসি ফুটাতে ও তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এক টাকায় ঈদ বাজারের আয়োজন করা হয়।’