খাগড়াছড়িতে ৫২টি মসজিদ ও এতিমখানায় রমজান অর্থ ও খাদ্য সহায়তা
খাগড়াছড়ি পার্বত্য জেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫২টি মসজিদ ও এতিমখানায় নগদ অর্থ উপহার দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সোমবার(১০ই মে) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গনে এ নগদ অর্থ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæু চৌধুরী অপু।
খাগড়াছড়ির বিভিন্ন মসজিদের ইমামসহ এতিমখানার দায়িত্বরতদের হাতে প্রতি বছরের মত এবারও নগদ এই অর্থ তুলে দেওয়া হয়। এতে খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ পরিষদ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæু চৌধুরী অপু বলেন, ধর্ম যার যার উৎসব সবার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদ এর পক্ষ থেকে ইমামসহ দায়িত্বরতদের সম্মানী স্বরূপ এ উপহার দেওয়া হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে রমজান উপলক্ষ্যে পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এতে পার্বত্য জেলা পরিষদের উদ্যেগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দরিদ্র মুসলিম পরিবারের মধ্যে ঈদ উপহার হিসাবে ৩০০প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ রেষ্ট হাউজের সামনে খাদ্য সহায়তা বিতরণ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও ২৯৮নং আসনে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæু চৌধুরী অপু, পরিষদ সদস্য জুয়েল ত্রিপুরা, শতরুপা চাকমা, আশুতোষ চাকমা, মেমং মারমা, হিরণজয় ত্রিপুরা, জেলা ছাত্র লীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বিতরণকৃত খাদ্য সহায়তার মধ্যে ছিলো, চাল-৫কেজি, চিনি-১কেজি, লবন-১কেজি, আলু-২কেজি, ছোলা-১কেজি, মসুর ডাল-৫০০গ্রাম, সয়াবিন তেল-১লিটার, পিয়াজ-১কেজি এবং খেজুর-৫০০গ্রাম।
সূত্র জানায়, পরবর্তীতে একই ভাবে আরো ৭০০মুসলিম পরিবারের মধ্যে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বাড়ীতে বাড়ীতে গিয়ে খাদ্য সহায়তা বিতরণ করবেন।
অপরদিকে খাগড়াছড়িতে করোনায় কর্মহীন দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে কদমতলীস্থ এমপির বাংলোয় এ সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে আলু, পেঁয়াজ, ডাল, ছোলা, তেল, চিনি, লবণ ও খেজুর রয়েছে। এসব সামগ্রী হাতে পেয়ে খুশি অসহায় মানুষগুলো। তারা জানান, করোনা মহামারীর কষ্টে থাকা মানুষের মধ্যে আশা জাগাচ্ছে। এ সকল সামগ্রী পেয়ে কষ্টেও কিছুটা হলেও স্বস্থি পাচ্ছেন বলে মন্তব্য করেন দুস্থ মানুষরা।
এতে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæু চৌধুরী অপু, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা এ্যাড. আশুতোষ চাকমা,পার্থ ত্রিপুরা জুয়েল, খোকনেশ^র ত্রিপুরা, মেমং মারমা, হিরণ জয় ত্রিপুরা, মাঈন উদ্দিন, নিলোৎপল খীসা, শতরূপা চাকমা, জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশ, জেলা ছাত্রলীগ আহবায়ক উবিক মোহন ত্রিপুরা, সাবেক ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল বাহারসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নে মহামারী করোনা উত্তরণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এই ইফতার সামগ্রী খাগড়াছড়ির ৯টি উপজেলা ও ৩টি পৌরসভাসহ মোট সাড়ে ৭হাজার দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, একে অপরের সহায়তায় পাশে থেকে মহামারি করোনা অতিক্রম করে আবারো সুন্দর পৃথিবীতে বাঁচার স্বপ্ন নিয়ে সকলকে এগিয়ে যেতে হবে। তাই করোনায় সকলকে সচেতন হয়ে মাস্ক ব্যবহারসহ সামাজিক দুরত্ব বজায় রেখে চলার আহবান জানান তিনি। এদিকে করোনাকালে সাধারণ মানুষের পাশে জেলা পরিষদ থাকবে এবং সহায়তার ধারা অব্যাহত থাকবে বলে জানান চেয়ারম্যান মংসুইপ্রæু চৌধুরী অপু।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন