গাইবান্ধায় পরিবহন থেকে ফেন্সিডিলসহ আটক ১
গাইবান্ধার পলাশবাড়ীতে ৭৪ বোতল কোডিন মিশ্রিত ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আওলাদ হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের অন্তর্গত দুবলাগাড়ী উত্তর চাদপাড়া রংপুর-ঢাকা মহাসড়কে “হানিফ এন্টারপ্রাইজ” নামের একটি বাসে তল্লাশি করে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আওলাদ হোসেন নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার পাকুন্দা (নামাপাড়া) গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদক মুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী চলতি সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদের নির্দেশে এসআই ইউসুফ আলী প্রামানিক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রবিবার দুপুরে উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের অন্তর্গত দুবলাগাড়ী উত্তর চাদপাড়া রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে “হানিফ এন্টারপ্রাইজ” নামের একটি বাসে তল্লাশি চালিয়ে আওলাদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে ৭৩ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ জানান, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন