লালমনিরহাটের তুষভান্ডারে গোসল করতে গিয়ে দুই যুবকের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দু’ জনকে উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দাহরি এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দাহরি গ্রামের মিঠুর রহমানের ছেলে সিয়াম (১৩) ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে মাহিম(১৪)।
স্থানীয়রা জানায়, ৪ বন্ধু তুষভান্ডারের সুন্দাহরি এলাকার মাছের পোজেক্টে গোসল করতে যায়।গোসল করতে গিয়ে ৪ বন্ধু তলিয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় ২জনকে উদ্ধার করতে পারলেও অপর দুজনকে উদ্ধার করতে না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ষ্টেশনের লোকজন এসে ২ যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দু’ যুবক মারা গেছেন বলে নিশ্চিত করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ২ শিশুর মৃত্যু হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন