লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ
লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জেলার হাতীবান্ধায় ৯১ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল দেয়া হয়।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল ইসলাম।
হাতীবান্ধা উপজেলা সিনিয়র সহকারী কমিশনার শামীমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, পাটিকা পাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন