৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এই বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে ৪ হাজার জন চিকিৎসক সুপারিশ পেয়েছেন।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) বৃহস্পতিবার বিকালে এ ফল প্রকাশ করে।

পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ গণমাধ্যমকে বলেন, ৪২তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার পিএসসির কমিশনের সভায় অনুমোদন হওয়ার পর এ ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে গত ২৯ মার্চ ৪২তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ৬ হাজার ২২ জন প্রার্থী উত্তীর্ণ হন।