পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রভাষক মঞ্জিল আলম নিহত
পাবনায় সড়ক দুর্ঘটনায় পাবনা শহীদ এম মুনসুর আলী কলেজের প্রভাষক মঞ্জিল আলম নিহত হয়েছেন।
জানাযায়, গত শনিবার (০৯ অক্টোবর) দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলযোগে পাবনা শহীদ এম মুনসুর আলী কলেজের প্রভাষক মঞ্জিল আলম পরীক্ষার প্রশ্নপত্র আনতে ট্রেজারী অফিসে যেতে এসোর্ট সিএনজি পাম্পের সামনে সাইকেল চালকের সাথে সংঘর্ষে রাস্তার উপর পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেলে ভর্তি করেন। এসময় তার নাক, মুখ ও কান দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছিল। অবস্থায় অবনতি হলে চিকিৎসকরা ঢাকা রেফার করেন। ঢাকা নেয়ার পথে অবস্থার আরো অবনতি দেখে তাকে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা অবস্থায় রাত আনুমানিক ১১ টার দিকে তিনি মারা যান।
মুঞ্জিল আলম পাবনা শহীদ এম মুনসুর আলী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
প্রভাষক মঞ্জিল আলম পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের মৃত খবির উদ্দিন মোল্লার ছেলে। তার এ অকাল মৃত্যুতে কলেজে ক্যাম্পাসসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার সকাল ৯টায় নুরপুর মহল্লায় প্রথম, সকাল ১০টায় পাবনা শহীদ এম মুনসুর আলী কলেজে দ্বিতীয় এবং দুপুর ২.৩০ মিনিটে হাটবাড়িয়ায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সুত্র জানিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন