পিরোজপুরের ইন্দুরকানীর ২ ইউনিয়নে নৌকা ও বাইসাইকেল বিজয়ী

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে ৩৫৫৫ ভোট পেয়ে বাই সাইকেল এবং পাড়েরহাট ইউনিয়নে ৬১২৭ ভোট পেয়ে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।
পত্তাশী ইউনিয়নে জাতীয় পার্টি (জেপি) মনোনীত বিজয়ী প্রার্থী শাহীন হাওলাদারের নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী হাওলাদার মোয়াজ্জেম হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৯৯ ভোট।
অন্যদিকে পাড়েরহাট ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত বিজয়ী প্রার্থী কামরুজ্জামান শাওনের প্রতিদ্বন্ধী প্রার্থী গোলাম সরোয়ার বাবুল বাই সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৭ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এএসএম রোকনুজ্জামান জানান,সুষ্ঠু পরিবেশেই ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন ও পাড়েরহাট ইউনিয়নে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ নভেম্বর ভোট গননা শেষে সন্ধ্যা ৭টার দিকে বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন














