পাবনাবাসীর এখন প্রাণের দাবী ইছামতি নদী খনন: সেমিনারে বক্তরা

পাবনাবাসীর এখন প্রাণের দাবী ইছামিত নদী খনন। ইছামিত নদী খনন হলে অপরূপ সৌন্দর্য্য বাড়বে পাবনা শহরের।

বক্তারা বলেন, ইছামতি নদী মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক সিএসম্যাপ ধরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন কাজ করতে হবে। নদী খনন কাজ মাঝপথে থেমে যাওয়ায় বক্তাগণ ক্ষোভ ও অন্তোষ প্রকাশ করেন।

বক্তারা বলেন, পাবনার সর্বস্তরের মানুষের প্রাণের দাবী ইছামতি নদী খনন। এটা বাস্তবায়নে রাজপথে আন্দোলনের পাশাপাশি তারা বেলার কাছে আইনী সহযোগীতা কামনা করেন। ইছামতি নদী দখল দূষণ মুক্তকরণে আদালতের নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি ও করণীয় শীর্ষক উপকারভোগী সমন্বয় সভায় বক্তারা বলেছেন।

রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় পাবনা চেম্বার অব কমার্স মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি (বেলা)’র আয়োজনে এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সী (সিডা)’র সহযোগিতায় অনুষ্ঠিত “ইছামতি নদী দখল দূষণ মুক্তকরণে আদালতের নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি ও করণীয় শীর্ষক” উপকারভোগী সমন্বয় সভায় বক্তারা এ কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান (উপ-সচিব)।

ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন এবং পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।

মুক্ত আলোচনায় অংশ নেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সরকারি এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক এস এম ফরিদ, ইমাম গাযযালী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী, আহম্মদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, পাবনা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, জাতীয় নদী জোটের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য শফিক আল কামাল, বাঁচতে চাই নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, ওয়াইডব্লিউসিএ সেক্রেটারী হেনা গোস্বামী প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন বেলা রাজশাহীর ফিল্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সেমিনারে গ্রুপ ভিত্তিক তথ্য উপাস্থাপন করেন ইছামতি গ্রুপের পক্ষে দলনেতা আব্দুস সামাদ ও মমতাজ রোজ কলি, যমুনা গ্রুপের পক্ষে দল নেতা পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেবুন্নেছা ববিন ও শফি উদ্দিন মিয়া এবং পদ্মা গ্রুপের পক্ষে দলনেতা সামছুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন ও আজিজা পারভীন।

ইছামতি নদীর ওপর নিজের লেখা কবিতা পাঠ করে শোনান কবি মমতাজ রোজ কলি।

অনুষ্ঠানে বেলা রাজশাহীর হিসাব রক্ষক মোঃ মতিউল আলম, কৃঞ্চপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছিমা খাতুন, রাসার নিবার্হী পরিচালক মনোয়ারা পারভীন, উদ্দীপনা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আলেয়া ইয়াসমিন, শিউলী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক উম্মে রুবাইয়া, পড়শীর নিবার্হী পরিচালক মালা সরকার, শিক্ষাথীদের মধ্যে রাবেয়া খাতুন, রুখসানা রেখা, সুন্দরী খাতুন সহ ৩৯ জন অংশগ্রহণ করেন।